20211113_163216

সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশীতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও সেবার যৌথ আয়োজনে সম্পন্ন হলো কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ২০২১।
গত ১২ ও ১৩ নভেম্বর ২ দিনব্যাপী এ আয়োজনটিতে অংশ নেয় মিরাশী ও আশেপাশের আটটি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী।

প্রথম দিনে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, বিজ্ঞানে চাই মাপজোখ, বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার, বিজ্ঞান প্রোজেক্টসহ বিভিন্ন গ্রুপে ভাগ করে হাতেকলমে এক্সপেরিমেন্ট করার প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
দ্বিতীয় দিনে ডাটা এনালাইসিস এবং গ্রাফ-চার্টের সেশনের পর শিক্ষার্থীরা একটি বৈজ্ঞানিক গবেষণা করে বৈজ্ঞানিক পোস্টার হাতেকলমে তৈরি করেছে। গবেষণার সময় শিক্ষার্থীরা সহজ উপকরণ ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করেছে। এরপর শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত পোস্টার উপস্থাপন করে। পোস্টার উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন সেবার প্রতিষ্ঠাতা ও পরামর্শক মোহাম্মদ আব্দুল মোছাব্বির, নির্বাহী পরিচালক মোছাঃ তানজিনা খানম, সেবার কো-অর্ডিনেটর, মোঃ খালিদ হাসান, প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান এবং অ্যাকাউন্টস অফিসার মোছাঃ দিলরুবা নাহার।

ক্যাম্পটিতে মেন্টর হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক দলের সদস্য রিয়াজুল জান্নাত, মুশফিকুর রহমান প্রিয় এবং সাজিদুর রহমান আকাশ।

দেশব্যাপী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিক বিজ্ঞান আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ৮ম বারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১।
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া খুদে বিজ্ঞানীরা ৩টি ক্যাটাগরিতে কংগ্রেসে অংশ নিতে পারবে। ক্যাটাগরিগুলো হল প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৯ম শ্রেণি) এবং সিনিয়র (১০ম-১২শ শ্রেণি)। শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করতে পারবে বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার কিংবা বিজ্ঞান প্রজেক্টের মাধ্যমে।
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১-এ অংশগ্রহণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে এক্টিভেশন কর্মশালা ও কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প আয়োজন করা হয়ে থাকে। কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেয়ার নিয়মাবলী শেখানো হয়। আর কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়। এখানে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পেই একটি গবেষণা করে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করে। কেউ নিজ এলাকা, স্কুল কিংবা ক্লাবে অনলাইনে প্রস্তুতি কর্মশালা বা কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প আয়োজন করতে চাইলে ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হল।

কংগ্রেসে অংশগ্রহণের নিয়মাবলী, বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, প্রজেক্ট, পোস্টার, পেপার এর বিস্তারিত নিয়ে প্রকাশিত হয়েছে 'শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১' নামে একটি বুকলেট। এটি পিডিএফ হিসেবে পাওয়া যাবে ওয়েবসাইটে।

এছাড়া পরবর্তীতে কংগ্রেসের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প। এতে বিজ্ঞান গবেষণার নানা দিকসহ শেখানো হবে বিজ্ঞানের বিভিন্ন ব্যাপার। যাতে ক্লাস নেবেন দেশবরেণ্য বিজ্ঞানী ও অধ্যাপকেরা।

প্রয়োজনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সমন্বয়ক মাহমুদ মীম (মোবাইলঃ ০১৬৭০২০৪০৪৫) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

হাসান মাহমুদ সজীব,
পিআর টিম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।