
দেশের ক্ষুদে বিজ্ঞানীদের জন্য শুরু হল ৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১-এ অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রম।
রেজিস্ট্রেশন লিংক: https://cscongress.net/registration
রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২ জুলাই ২০২১ থেকে
রেজিস্ট্রেশন চলবে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত
স্কুল ও কলেজ পড়ুয়া তোমরা যারা বিজ্ঞানের নানান বিষয় নিয়ে গবেষণা করতে চাও, নিজের গবেষণাটি বৈজ্ঞানিক পেপার, পোস্টার বা প্রজেক্ট আকারে অন্যান্য বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করতে চাও তারা তোমাদের গবেষণা নিয়ে কাজকর্ম শুরু করে দাও।
- তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরা ৩ টি ক্যাটাগরিতে কংগ্রেসে অংশ নিতে পারবে। ক্যাটাগরিগুলি হচ্ছে:
- প্রাইমারি: ৩য় থেকে ৫ম শ্রেণি
- জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি
- সিনিয়র: ১০ম থেকে ১২শ শ্রেণি
- কংগ্রেসে শিক্ষার্থীরা ৩টি মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করতে পারবে:
- বৈজ্ঞানিক পেপার
- বৈজ্ঞানিক পোস্টার
- বিজ্ঞান প্রজেক্ট
- একজন শিক্ষার্থী কেবল একটি বিষয়েই এবং কেবল একবারই রেজিস্ট্রেশন করতে পারবে। তবে কোন কনসেপ্ট পেপার বাতিল (rejected) হয়ে গেলে, তখন সেই শিক্ষার্থী/দল আবার রেজিস্ট্রেশন করতে পারবে।
আগামী ২৩-২৪ ডিসেম্বর ২০২১ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত হবে ৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১
আরেকটি সুখবর হচ্ছে, গত দুই বছর ধরে আমরা মাকসুদুল আলম বিজ্ঞানাগারের উদ্যোগে ক্ষুদে বিজ্ঞানীদের গবেষণায় সহযোগিতা করার জন্য প্রদান করে আসছি “চিল্ড্রেনস সায়েন্স ফান্ড”।
এই বছরও আমরা ক্ষুদে বিজ্ঞানীদের জন্য গবেষণা বৃত্তি প্রদান করব।
তো যারা মনে কর যে, তোমার গবেষনাটি সমাপ্ত করার জন্য/ কংগ্রেসে আসার জন্য যাতায়াত খরচ বাবদ সামান্য কিছু গবেষণাবৃত্তি প্রয়োজন। যেটি তুমি সংস্থান করতে পারছো না। তাহলে সেই গবেষণাবৃত্তির জন্য এখানে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারো।
কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নির্বাচিত কয়েকটি গবেষণাকে বৃত্তিব্যবস্থা করে দিবে।
চিল্ড্রেনস সায়েন্স ফান্ডের জন্য আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২১।
-যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
২১০/২, শেলটেক নিরিবিলি ( কমিউনিটি ফ্লোর ), এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৬
মোবাইল নম্বর: +8801730716522
Email
[email protected]
#CSCongress2021