৮ - ৯ সেপ্টেম্বর,২০১৬



শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬ এর প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্যে আয়োজিত শেষ কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্পটি গত ৮ ও ৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলার সেতাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।



ক্যাম্পের প্রথমদিনের লেকচার সেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, গ্রাফ, বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার এবং বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে শেখানো হয়। সেই সাথে হাতেকলমে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট দেখানোর মাধ্যমে তাদেরকে ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে ধারণা দেয়া হয়। দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে বৈজ্ঞানিক পোস্টার তৈরি এবং উপস্থাপন করেছে। পোস্টারের বিষয়বস্তুর মধ্যে ছিল- মানবদেহে তড়িৎচৌম্বকীয় তরংগের প্রভাব, মস্তিস্ক,পড়ালেখা ইত্যাদির উপর ইন্টারনেটের প্রভাব, বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে খরা নিরসন ইত্যাদি।



বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এই ক্যাম্পটি আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করেছে ড্রিমস ফর টুমরো এবং আইকন। ক্যাম্পটিতে মেন্টর হিসেবে ছিলেন এসপিএসবির অ্যাকাডেমিক টিমের সদস্য মো: জুনায়িদুল ইসলাম এবং হোসেইন মোহাম্মদ সালেহীন সফল।