১০ অক্টোবর, ২০১৭ (মঙ্গলবার)



৯-১০ অক্টোবর, ২০১৭ তারিখে দিনাজপুরে আয়োজিত হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-এর প্রস্তুতিমূলক ক্যাম্প। ক্যাম্পটি কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প নামে পরিচালিত হয়। সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্পের প্রথমদিনে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, বৈজ্ঞানিক পেপার, পোস্টার ও বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়। দ্বিতীয়দিনে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে হাতেকলমে গবেষণার কাজ করে। এরপর তারা তাদের কাজকে বৈজ্ঞানিক পোস্টার আকারে লিখে দলগতভাবে পোস্টার উপস্থাপন করে।



ক্যাম্পের দ্বিতীয়দিন উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশ্বনাথ রায়। তিনি অংশগ্রহণকারীদের গবেষণার কাজ পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করেন।



ক্যাম্পটি পরিচালনা করে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক টিমের সদস্য সামিন ইয়াসার নিলয় এবং আনাস ফেরদৌস। ক্যাম্পটিতে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ড্রিম্‌স ফর টুমরো।