১৪ অক্টোবর, ২০১৭


শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-তে যারা অংশগ্রহণ করবে, তাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য গত ১৪ অক্টোবর, শনিবার আয়োজিত হয় মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা ২০১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গ্যালারিতে আয়োজিত এই কর্মশালায় ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।



কর্মশালার সেশনগুলোতে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, বৈজ্ঞানিক পোস্টার ও বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া একটি এক্সপেরিমেন্টাল সেশনে তাদেরকে বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং সেগুলোর কার্যপদ্ধতি ব্যাখ্যা করা হয়। এর পাশাপাশি ছিল কংগ্রেসের পরিচিতি পর্ব—যেখানে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ এবং জগদীশ বসু ক্যাম্প নিয়ে আলোচনা করা হয়।



সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক টিমের সদস্য শিবলী বিন সারওয়ার, মোঃ জুনায়িদুল ইসলাম, কামরুল হাসান, মিশাল ইসলাম, সায়েফ ফাতিউর রহমান আবির, হাসান নাহিয়ান নোবেল, ইশতিয়াক হোসেন আকিব এবং রিয়াজুল জান্নাত। কর্মশালা আয়োজনের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম পারভেজ।