২৬ সেপ্টেম্বর, ২০১৬

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের দ্বিতীয় দিন ২৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে কংগ্রেসের সবচেয়ে আকর্ষণীয় পর্ব যৌথ কংগ্রেস। এতে সভাপতিত্ব করেন জনপ্রিয় লেখক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, থিওরেটিক্যাল ফিজিক্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আরশাদ মোমেন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরশাদ চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।


যৌথ কংগ্রেসে শিক্ষার্থীরা উপস্থিত বিজ্ঞানী এবং গবেষকদের সাথে বিজ্ঞানীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। দেশে বিজ্ঞান শিক্ষার অবস্থা, বিজ্ঞানের ল্যাব, পাঠ্যবই, বৈজ্ঞানিক গবেষণা, দেশে বিজ্ঞানীদের মূল্যায়ন, বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করা, বিজ্ঞান কংগ্রেস এবং অলিম্পিয়াডে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে যৌথ কংগ্রেসে আলোচনা করা হয়। যৌথ কংগ্রেস শেষে একটি ঘোষণা প্রস্তুত করা হয়, যেটি কণ্ঠভোটে শিক্ষার্থীরা পাশ করে।


শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬ তে পাসকৃত প্রস্তাবসমূহ:
১. সকল স্কুল কলেজে সঠিকভাবে প্র্যাকটিক্যাল ক্লাস এবং পরীক্ষা আয়োজন করতে হবে।
২. নতুন প্রজন্ম যেন ব্রেইন ড্রেন হয়ে নিজের দেশকে ছেড়ে দেশের বাইরে চলে না যায় সেজন্যে সঠিক পরিবেশ তৈরী করতে হবে। সবাইকে দেশে ফিরে এসে দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করতে হবে।
৩. স্কুল-কলেজের শিক্ষক এবং অভিভাবকদের ছাত্রছাত্রীদের বিজ্ঞান কংগ্রেস এবং অলিম্পিয়াডে যোগ দেয়ার অনুমতি দেয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে।
৪. পাঠ্য বইগুলো নতুন করে লিখতে হবে যেন ছাত্রছাত্রীরা আনন্দের সাথে শিখতে পারে।
৫. বিজ্ঞান গবেষণার প্রয়োজনীয় জিনিসপত্র যেন দেশের যে কোন জায়গা থেকে সংগ্রহ করা যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
৬. প্রতি জেলাতে বিজ্ঞান জনপ্রিয়করণের শাখা খুলতে হবে।



ড. মুহম্মদ জাফর ইকবাল (স্বাক্ষর)
ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী (স্বাক্ষর)
ড. জেবা ইসলাম সেরাজ (স্বাক্ষর)
ড. আরশাদ চৌধুরী (স্বাক্ষর)
আব্দুল কাইয়ুম (স্বাক্ষর)
মুনির হাসান (স্বাক্ষর)
সাজ্জাদুর রহমান চৌধুরী (স্বাক্ষর)
২৪.৯.২০১৬