২০ অক্টোবর, ২০১৭
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭ এর প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্যে গত ২০ অক্টোবর বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজে একটি অ্যাক্টিভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় লেকচার সেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, গ্রাফ, বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার এবং বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে শেখানো হয়। সেই সাথে হাতেকলমে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট দেখানোর মাধ্যমে তাদেরকে ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে ধারণা দেয়া হয়। এসব সেশনের পাশাপাশি ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে কংগ্রেস ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এসপিএসবি-র একাডেমিক টিমের সদস্যরা।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এই কর্মশালাটি আয়োজন করে। কর্মশালাটিতে মেন্টর হিসেবে ছিলেন এসপিএসবির একাডেমিক টিমের সদস্য মোঃ ফয়সাল আলম রিয়াদ, হাসান নাহিয়ান নোবেল, রিফাত আহাম্মেদ এবং ইশতিয়াক হোসেন আকিব।