meg21৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১-এ যারা অংশগ্রহণ করবে, তাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য আয়োজন করা হচ্ছে “মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা-২০২১”। আগামী ২০ আগস্ট ২০২১, শুক্রবার অনলাইনে (Zoom) কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
কর্মশালাটিতে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতি হিসেবে থাকছে কংগ্রেসের পরিচিতি, বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সেশন, গবেষণা বিশ্লেষণ ও উপস্থাপন সংক্রান্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব সহ দিনব্যাপী নানা আয়োজন ।
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে কর্মশালাটিতে। এছাড়া, শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১-এ যারা অংশ নিতে ইচ্ছুক, যারা কনসেপ্ট পেপার জমা দিয়েছে, কিংবা এখনো জমা দেয়নি— সবাই এই প্রস্তুতি কর্মশালাটিতে অংশ নিতে পারবে।
কর্মশালায় অংশ নিতে নিচের "রেজিস্ট্রেশন" বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করো।