রিসার্চ প্রি-সাবমিশন
› আমাদের একজন সদস্য অংশগ্রহণ করতে চাচ্ছে না। তাকে বাদ দেওয়া যাবে?
উত্তর: যাবে। কংগ্রেস ডের আগেই আমাদেরকে জানাতে হবে তার তথ্য। এক্ষেত্রে মেইল করতে হবে।
› ২৩ ডিসেম্বর তারিখের পরেও কি জমা দেয়া যাবে?
উত্তর: সাবমিশনের ডেডলাইন হচ্ছে ২৩ ডিসেম্বর তারিখ। এর মধ্যেই তোমার কাজ শেষ করে জমা দিতে হবে।
› টিমে নতুন মেম্বার নেয়া যাবে ?
উত্তর: অফিসিয়াল মেইল এড্রেস এ মেইল করে জানাতে হবে।
› রেফারেন্স না দিলে মার্কস কাটা যাবে কিনা?
উত্তর: হ্যাঁ। কাটা যাবে।
› আমি যদি অংশগ্রহণ না করি তাহলে?
উত্তর: পরবর্তী বিচারকার্যের জন্য বিবেচনা করা হবে না।
› আমার দলের আরেকজন অংশ নিতে পারবে কিনা শিওর না। আমি এখন একাই কাজ করে অংশ নিতে পারব কিনা?
উত্তর: পারবে
৮ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১
› সাবমিশন ফর্ম পূরণ করবো কোথায়?
উত্তর: cscongress.net/csc2021 এই ওয়েব সাইটে বিস্তারিত বলা আছে।
› কংগ্রেসের দিন কি প্রজেক্ট প্রেজেন্টেশন আবার দিতে হবে?
উত্তর: না। তুমি যে প্রজেক্ট ভিডিও সাবমিট করবে তা কংগ্রেসের দিন প্লে করা হবে এবং তারপর তোমাকে শুধু প্রশ্নোত্তর পর্বের সম্মুখীনহতে হবে ।
› প্রেজেন্টেশনের কী ভিডিও স্কুল ড্রেস পরে করা লাগবে?
উত্তর: না। প্রেজেন্টেশনের জন্যে স্কুল ড্রেসের দরকার নেই। তোমার উপর নির্ভরশীল।
› যদি আমরা তিনজন জুমে যোগ না দিতে পারি, দুইজন যোগ দিলে অসুবিধা হবে?
উত্তর: আমরা তিনজনকেই থাকতে বলি। টেকনিক্যাল সমস্যার কারণে কেউ যুক্ত না হতে পারলে তেমন অসুবিধা হবে না।
› অনলাইন কংগ্রেসটা কবে হবে? আমাকে কিভাবে উপস্থিত থাকতে হবে?
উত্তর: ২৭-২৮ ডিসেম্বর ২০২১। জুম নামক একটা ভিডিও কলিং অ্যাপের মাধ্যমে উপস্থিত থাকতে হবে।
› জুম জিনিসটা কি?
উত্তর: ফেসবুক, মেসেঞ্জার, ওয়াটস অ্যাপের মত একটা অ্যাপ সেটা দিয়ে খুব সহজে ভিডিও কনফারেন্স করা যায়।
› আমার যে মেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করসিলাম সেটা ডিসেবল হয়ে গেসে। এখন অন্য মেইল এড্রেস দিতে চাইলে কী করব?
উত্তর: আমাদেরকে তোমার সমস্যা জানিয়ে এবং যে আইডিতে মেইল চাও তার এড্রেস জানিয়ে মেইল করো। আমাদের মেইল এড্রেস [email protected]
› আমার পেপার জমা দিয়েছি। এটার রেজাল্ট কবে দিবে?
উত্তর: ২৭-২৮ ডিসেম্বর ২০২১ কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে তোমরা বিচারকদের সামনে প্রেজেন্টেশন দিবে। তারপর রেজাল্ট দেয়া হবে।
বৈজ্ঞানিক পেপার
› সারসংক্ষেপ এর জায়গায় কি আগের কনসেপ্ট পেপার কপি পেস্ট করা যাবে?
উত্তর: হুবুহু কপি করা যাবে না। তুমি যে পেপারটি লিখেছো তার একটি সারসংক্ষেপ লিখে দিবে ৩০০ শব্দের মধ্যে।
› পেপারের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে জমা দিবে?
উত্তর: আপাতত পেপারের ক্ষেত্রে শুধু পিডিএফ এবং ডক ফাইল জমা নেয়া হচ্ছে। কিন্তু কংগ্রেসের দিন প্রেজেন্টেশনের তোমার সুবিধার জন্যে ব্যবহার করতে পারো কিন্তু বাধ্যতামূলক না।
› দলের সবাইকেই কি পেপারে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হবে?
উত্তর: সবাই মিলে দিলে ভালো হয়। যে উত্তরটি ভালো দিতে পারবে বলে মনে করে সে উত্তর দিবে।
› পেপারের ক্ষেত্রে পাওয়ারপয়েন্ট না বানালে কি মার্কস কাটা যাবে?
উত্তর: পাওয়ারপয়েন্ট না বানালে মার্কস কাটা যাবে না। পাওয়ারপয়েন্ট বানালে পেপার প্রেজেন্ট করতে সুবিধা হবে। না বানালে অসুবিধা নাই।
› আমার কনসেপ্ট পেপার অ্যাকসেপ্টেড হয়েছে। পোস্টারের কাজ ও প্রায় শেষ। এরপর আমি কি করব?
উত্তর: তুমি যদি ৮ম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১ এ অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.cscongress.net এ গিয়ে এই বিষইয়ে বিস্তারিত পড়ে ফেলবা। এরপর ১৭-২৩ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে ওয়েবসাইটে ফর্মের মাধ্যমে তোমার পোস্টারের ছবি ও ৫ মিনিটের একটা ভিডিও আপলোড করবে।
› পেপার এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি একসাথে সাবমিট করব?
উত্তর: না। আমরা আপাতত তোমাদের মূল পেপারটি জমা নিচ্ছি। তবে তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা জমা নিতে শুরু করব। তোমরা হয়তো জানো সাইটে ২৬ ডিসেম্বর ২০২১ স্লাইড জমা দেওয়ার শেষ তারিখ। তার আগেই আমরা জমা নিতে শুরু করব।
› wps ফাইল পেপারে জমা দেওয়া যাবে কি না?
উত্তর: দুইরকম ফাইল জমা দিতে হবে পেপারে। ওয়ার্ড ফাইল ও পিডিএফ ফাইল।
› ল্যাপটপ নেই। মোবাইলে গ্রাফ বানাতে পারি না। পেপারে গ্রাফগুলো কীভাবে যুক্ত করব?
উত্তর: পেপার ওয়ার্ডে লিখো এবং গ্রাফ খাতায় এঁকে ওয়ার্ডে ইমেজ আকারে যুক্ত করো।
› পেপার তো অনেক বড়! এটা লিখতে অনেক সময় লাগবে। যদি ডেটের আগে লেখা শেষ না হয় তাহলে কী দুই তিনটা নমুনার ব্যাপারে লিখলেই হবে?
উত্তর: পেপার টাইপ করতে অসুবিধা হলে হাতেও লিখতে পারো। লিখে ছবি তুলে পিডিএফ করে সে ফাইলটা সাবমিট করতে পারো। আর টাইপ করতে চাইলে তাও করতে পারো। তবে জমা দিতে হবে ২৩ ডিসেম্বর ২০২১ তারিখের মাঝেই। তাই তোমার পেপারটি তুমি কিভাবে উপস্থাপন করবে, কী কী তথ্য রাখতে চাও সেটা ঠিক করতে তোমাকে হবে। এরপরেও যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানিয়ো। আমরা নিশ্চয়ই হেল্প করব।
› অনেকদিন আগে একটা পেপার সাবমিট করসিলাম। সেটাই আবার সাবমিট করব? কোন ব্রাউজার ইউস করব?গুগল না অপেরা মিনি?
উত্তর: সেটা কনসেপ্ট পেপার ছিল। সেটা সিলেক্টেড হয়েছে বলেই এখন তুমি অংশগ্রহণ করতে পারবে। এখন তোমার পুরো গবেষণাটি কিভাবে করেছ, কী পেয়েছ ইত্যাদি বৈজ্ঞানিক পেপার যেভাবে লিখে সে নিয়মে লিখে জমা দিতে হবে ২৩ ডিসেম্বর ২০২১ এর মাঝে। তোমার বৈজ্ঞানিক পেপার সম্পর্কে ধারণা না থাকলে আমাদের ওয়েবসাইট থেকে সেটা দেখে নিতে পারো। সাত তারিখের মধ্যে সেটা লিখে সাবমিট করতে হবে। সাবমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আবার ফোন করতে পারো।
› পেপার প্রেজেন্ট করার সময় কি কোনো পোস্টারও প্রেজেন্ট করতে হবে?
উত্তর: না। পেপার প্রেজেন্ট করলেই হবে। তবে তুমি চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখতে পার। সেক্ষেত্রে তোমাকে সেটা ২৬ ডিসেম্বর ২০২১ এর মাঝে আমাদের জমা দিতে হবে।
› আমার পেপারে উপকরণের কোনো দরকার নেই। কিন্তু ওয়েবসাইটে দেয়া আছে উপকরণ দিতে হবে। আমার গবেষণার জন্য কোনো উপকরণ প্রয়োজন হয়নি। এখন কী করব?
উত্তর: তোমার গবেষণায় যদি উপকরণ না থাকে তবে দিতে হবে না। গবেষণাটিকে পেপার আকারে উপস্থাপন করতে তুমি চাইলে দুইএকটা পয়েন্ট নিজে থেকে এড করতে পার। চাইলে বাদও দিতে পার।
› আমি আমার পেপারে যেসব সূত্র ব্যবহার করছি সেগুলোর কি প্রমাণ দিতে হবে?
উত্তর: না। দিতে হবে না যদি না সেটা নিজে আবিষ্কার করো।
বৈজ্ঞানিক পোস্টার
› ভাইয়া পেপার সাবমিশনের জন্যে কি পিডিএফ আর পোস্টার দুটোয় দিতে হবে?
উত্তর: হ্যাঁ। তোমাকে দুটোয় দিতে হবে। সাবমিশন ফর্মে ডক এবং পিডিএফ দুটোর অপশন ই পাবে।
› পোস্টারের ক্ষেত্রে রেফারেন্স বিষয়টা কি?
উত্তর: তুমি তোমার পোস্টারে ব্যবহার করা যে কোন তত্ত্ব (Theory) যেখান থেকে নিয়েছ সেটার পূর্ণ নাম। যেমন: ক্লাসের টেক্সটবুক হলে বইয়ের নাম এডিশন সহ পৃষ্ঠা নম্বর। কোন নির্দিষ্ট ওয়েবসাইট হলে সেটার নির্দিষ্ট পেইজের লিংক।
› পোস্টার প্রেজেন্টেশনের ভিডিও করার সময় পোস্টার কি পেছনে রেখে বলতে হবে?
উত্তর: রাখাটা বাধ্যতামূলক না। তোমাদের দলের যার বাসায় পোস্টার আছে সে এটা রেখে দিলে ভাল হয়।
› ভিডিও বানানোর সময় আমি কি Gamer দের মত ছোট স্ক্রিনে পোস্টার রাখা যাবে কিনা?
উত্তর: না। তোমার ভিডিও তে তোমার কথা গুলো স্পষ্ট বোঝা যাওয়াটাই মুখ্য। আমরা পোস্টারের ছবি আলাদাভাবে দেখে জাজ করবে ।
› আমার দুই মেয়ে সহ পরিবারের সবাই করোনা আক্রান্ত। ওরা আইসোলেশনে থাকায় ওরা দুইটা পোস্টার করতে পারবে না। ওরা দুই বোন দুই গ্রুপে। ওরা এখন এক গ্রুপে এসে একটা কনসেপ্ট পেপার করতে পারবে কিনা?
উত্তর: হ্যাঁ পারবে। আবার নতুন রেজিস্ট্রেশন করতে হবে এবং এবার বড় মেয়ের গ্রুপ অনুসারে দলের গ্রুপ বিবেচনা করা হবে।
› আমার ছেলে করোনার কারণে পোস্টারটা আর্ট পেপারে করতে পারছে না। কারণ বাইরে যেতে হবে। কম্পিউটারের ফাইলের মাধ্যমে করে জমা দিলে হবে কিনা?
উত্তর: হ্যাঁ পারবে।
› গুগল ট্রান্সলেটরে আমার গবেষণার জন্য যেসব পিএইচডি হোল্ডার বা বিজ্ঞানীদের বক্তব্য নিয়েছি সেটা ট্রান্সলেট হচ্ছে না। কী করব?
উত্তর: গুগল ট্রান্সলেটর ট্রান্সলেট করার সময় ঝামেলা করেই। কিন্তু তোমাকে তোমার পেপারে বিজ্ঞানীর বক্তব্য লিখতে হবে না কোটেশনে। তুমি তার যে তথ্যটি ব্যবহার করেছ সেটা উল্লেখ করলেই হবে। আর রেফারেন্স হিসেবে তার নাম দিতে পারো।
বিজ্ঞান প্রকল্প
› আমার এলাকা লকডাউন কিন্তু আমার প্রজেক্ট কমপ্লিট করতে মোটর দরকার। কিভাবে পাবো?
উত্তর: অনলাইন শপের মাধ্যমে কেনার চেষ্টা করে দেখতে পারো।