শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২১ উপলক্ষ্যে সারা দেশে আয়োজিত হবে বেশ কয়েকটি কর্মশালা এবং ক্যাম্প। কর্মশালাগুলো পরিচালিত হবে "অ্যাক্টিভেশন কর্মশালা ২০২১" নামে। অপরদিকে ক্যাম্পগুলো "কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ২০২১" নামে পরিচালিত হবে।

এইসব কর্মশালা এবং ক্যাম্প আয়োজন করতে স্থানীয় আয়োজকদের সহায়তা নেয়া হবে। স্থানীয়ভাবে এসব কর্মশালা/ক্যাম্প আয়োজন করতে আগ্রহীরা এই পেইজের নিচে দেয়া রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবে।

অ্যাক্টিভেশন কর্মশালা কিংবা কুদরাতি-ই-খুদা সামার ক্যাম্প সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের লিংকগুলো দেখা যেতে পারে—
অ্যাক্টিভেশন কর্মশালা: https://cscongress.net/activities/activation
কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প: https://cscongress.net/activities/summer-camp

লক্ষ্য করুন,

এই ফর্মে যারা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্য থেকে নির্বাচিত কিছু সংগঠন/স্কুল/কলেজের সাথে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস যৌথভাবে অ্যাক্টিভেশন কর্মশালা এবং কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্পের আয়োজন করবে।