received_2362965813933917

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে আয়োজিত হল শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৯-র প্রথম প্রস্তুতিমূলক ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারি,১ ও ২ মার্চ এই ক্যাম্প নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) এই ক্যাম্পটি আয়োজন করে।এতে সহযোগিতা করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল।

এই ক্যাম্পে শিক্ষার্থীদের হাতেকলমে বিজ্ঞান শেখানোর পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে গবেষণা করার পদ্ধতি সম্পর্কে শেখানো হয়। ষষ্ঠবারের মত আয়োজিত হতে যাওয়া শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের এবছরের প্রথম প্রস্তুতিমূলক ক্যাম্পটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পটিতে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞানকে কিভাবে খুব সহজে ও আনন্দে শেখা যায়, শিক্ষার্থীদেরকে সেটা দেখানো হয়। এছাড়া শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণের নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয়। কিভাবে বৈজ্ঞানিক প্রজেক্ট,পোস্টার ও পেপার তৈরী করতে হয় এবং কিভাবে তা উপস্থাপন করতে হয়,এসব বিষয়েও শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হয়। তাছাড়া অবৈজ্ঞানিক যুক্তি বাদ দিয়ে বৈজ্ঞানিক উপায়ে গবেষণা করার পদ্ধতিও ব্যাখা করা হয়। বাবিজসের একাডেমিক সদস্যগণ ক্যাম্পটি পরিচালনা করেন।

ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে নারায়ণগঞ্জ আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থীরা জানান, “আমরা হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করতে পেরে আনন্দিত। অনেক কিছু শিখতে পেরেছি। আগে বিজ্ঞানের পদ্ধতি ভালভাবে জানতাম না। এখন অনেকটা পরিষ্কার ধারণা করতে পারছি। এই ক্যাম্প বর্তমানে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শেখার প্রতি আরো আগ্রহী করে তুলবে। তাছাড়া কংগ্রেসে অংশগ্রহণের আগে এরকম প্রস্তুতিমূলক ক্যাম্প অংশগ্রহণকারীদের জন্য অনেক উপকারে আসবে।”।

বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় করার জন্য এবং শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতির অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক স্বেচ্ছাসেবক ওমর ফারুক। তিনি আরো জানান, কংগ্রেসের প্রস্তুতি হিসেবে আরো অনেকগুলো ক্যাম্প, কর্মশালা ও সেমিনারের আয়োজন করার পরিকল্পনা আছে। উল্লেখ্য, এবারের কংগ্রেসের রেজিষ্ট্রেশন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আর কংগ্রেসের মূল আয়োজন হবে দুইদিনের। ২৬ ও ২৭ এপ্রিল ঢাকায় আয়োজিত হবে কংগ্রেস।

এবারের কংগ্রেসের আহবায়ক হিসেবে থাকছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস সম্পর্কে বিস্তারিত জানা যাবে এসপিএসবি(বাবিজসের) ফেসবুক পেইজ ও শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ওয়েবসাইটে (cscongress.net)।