fb_img_1592377765597

অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ ঘোষণা!

এবছর শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস অনলাইনে অনুষ্ঠিত হবে। জুলাইয়ের ১৭-১৯ তারিখ। শিক্ষার্থীরা বাসায় বসেই কংগ্রেসে অংশ নিতে পারবে।

এজন্য শিক্ষার্থীকে তার গবেষণা আগেই সাবমিট করতে হবে। কংগ্রেসের ওয়েবসাইটে সকল অংশগ্রহণকারীকে তাদের কাজটি জমা দিতে হবে ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে। এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা শীঘ্রই আসছে।

এছাড়া যারা কংগ্রেসের জন্য রেজিস্ট্রেশন করেনি বা নির্বাচিত হয়নি তাদের জন্য থাকছে আবারও রেজিস্ট্রেশন এর সুযোগ। অনলাইনে cscongress.net/registration লিংকে ৩০ জুন পর্যন্ত কনসেপ্ট পেপার জমা দেয়া যাবে। অংশগ্রহণের নিয়মাবলি ও কনসেপ্ট পেপার লেখার নিয়ম পাওয়া যাবে http://cscongress.net/rules লিংকে।

লকডাউনে বাসায় বসেই লেগে পড় তোমার গবেষণায়!

যে কোন তথ্যের জন্য ভিজিট করো আমাদের ফেসবুক পেজে এবং ওয়েব সাইটে।

#CSCongress
#CSC2020
#SPSB
#BFF