৫ - ৬ আগস্ট, ২০১৬



চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চন্দনাইশের একটি প্রত্যন্ত স্কুল- ফতেহনগর শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে এবং ড্রিমস ফর টুমরো এর সহযোগিতায় গত ৫ এবং ৬ আগস্ট স্কুলটিতে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৬ এর প্রস্তুতিমূলক কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প। স্কুলের প্রায় ৮০ জন ছাত্রী উপস্থিত ছিল ক্যাম্পে।



ক্যাম্পটির প্রথম দিনে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পেপার, পোস্টার এবং প্রজেক্ট তৈরি নিয়ে ধারণা দেয়া হয়। এছাড়া বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করা, বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পদ্ধতি, বিভিন্ন ধরণের গ্রাফ ও চার্ট -এসব নিয়েও ক্লাস নেয়া হয়। ক্যাম্পটির দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে আলাদা আলাদা বিষয় নিয়ে গবেষণা করে। বিষয়গুলো ছিল বেশ মজার, যেমন- তাপের কারণে পদার্থের প্রসারণ, ফুল বিভিন্ন রঙের হওয়ার কারণ, সমধর্মী আধানের বিকর্ষণ, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেয়া, গাছের পাতার মধ্যবর্তী দূরত্বের সাথে গাছের আকারের সম্পর্ক, পরগাছা কীভাবে বেড়ে ওঠে, কিসমিস কেন পানিতে ভাসে, মানুষের চোখের ক্রিয়া পর্যবেক্ষণ ইত্যাদি। এই বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক পোস্টার বানাতে চেষ্টা করেছে তারা। ক্যাম্পের দ্বিতীয় দিনে তারা এই পোস্টারগুলি উপস্থাপন করে।



ক্যাম্পটি পরিচালনা করেছেন এসপিএসবির অ্যাকাডেমিক টিমের মো: জুনায়িদুল ইসলাম, তারেক মুজাহিদ জামী এবং শফিকুল ইসলাম পারভেজ। ক্যাম্পটি আয়োজনে সহায়তা করেছে Dreams For Tomorrow।