২১ সেপ্টেম্বর, ২০১৭ (বৃহস্পতিবার)



শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৭-এর প্রস্তুতিতে সহায়তা করার জন্য প্রথম অ্যাক্টিভেশন কর্মশালাটি আজ আয়োজিত হয়েছে ঢাকার শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে। এই কর্মশালায় উক্ত কলেজের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়।



কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদেরকে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস সম্পর্কে ধারণা দেয়া হয়। এরপরে কয়েকটি ভিন্ন সেশনে তাদেরকে বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, মাপজোখ, গ্রাফ, বৈজ্ঞানিক পেপার লেখা, বিজ্ঞান প্রজেক্ট বানানো এবং বৈজ্ঞানিক পোস্টার বানানো শেখানো হয়। এসব সেশনের পাশাপাশি ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে কংগ্রেস ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এসপিএসবি-র একাডেমিক টিমের সদস্যরা।



কংগ্রেসের এই প্রস্তুতিমূলক কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন এসপিএসবি-র একাডেমিক টিমের সদস্য মোঃ জুনায়িদুল ইসলাম, মোঃ ফয়সাল আলম রিয়াদ, মাহমুদা কবির শাওন। কর্মশালা আয়োজনের সার্বিক সমন্বয়ের কাজে ছিল এসএসজিসি সায়েন্স ক্লাব।