- তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরা ৩ টি ক্যাটাগরিতে কংগ্রেসে অংশ নিতে পারবে। ক্যাটাগরিগুলি হচ্ছে:
- প্রাইমারি: ৩য় থেকে ৫ম শ্রেণি
- জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি
- সিনিয়র: ১০ম থেকে ১২শ শ্রেণি
- কংগ্রেসে শিক্ষার্থীরা ৩টি বিষয়ে অংশ নিতে পারবে:
- বৈজ্ঞানিক পেপার
- বৈজ্ঞানিক পোস্টার
- বিজ্ঞান প্রজেক্ট
-
একজন শিক্ষার্থী কেবল একটি বিষয়েই এবং কেবল একবারই রেজিস্ট্রেশন করতে পারবে। তবে কোন কনসেপ্ট পেপার বাতিল (rejected) হয়ে গেলে, তখন সেই শিক্ষার্থী/দল আবার রেজিস্ট্রেশন করতে পাবে।
-
শিক্ষার্থীরা একা কিংবা দলগতভাবে অংশ নিতে পারবে। একটি দলে সর্বোচ্চ ৩ জন শিক্ষার্থী থাকতে পারবে। একটি দলের শিক্ষার্থীদের একই শিক্ষাপ্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন নেই। যদি একই দলে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী থাকে, তাহলে দলটিতে সবচেয়ে উপরের ক্লাসে যে পড়ছে—সে যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত—পুরো দল সে ক্যাটাগরিতেই পড়বে।
-
রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের তার পেপার, পোস্টার কিংবা প্রজেক্ট নিয়ে একটি কনসেপ্ট পেপার/ধারণাপত্র জমা দিতে হবে। কনসেপ্ট পেপার ৩০০ শব্দের মধ্যে লিখতে হবে। কনসেপ্ট পেপার কীভাবে লিখতে হয়, সেটা জানার জন্য http://cscongress.net/preparation/concept-paper লিংকের লেখাটা পড়ে দেখা যেতে পারে।
-
শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে কনসেপ্ট পেপার জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
-
একজন শিক্ষার্থী কনসেপ্ট পেপার জমা দেয়ার এক সপ্তাহের মধ্যে সেটি নির্বাচিত হয়েছে কিনা, তা জানিয়ে দেয়া হবে। কংগ্রেসের ওয়েবসাইটে নির্বাচিত কনসেপ্ট পেপারের তালিকা পেইজ থেকে সেটা জানা যাবে।
-
কনসেপ্ট পেপার নির্বাচিত হলে শিক্ষার্থীরা পেপার/পোস্টার/প্রজেক্ট নিয়ে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশ নিতে পারবে।
-
পেপার, পোস্টার এবং প্রজেক্ট নিয়ে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে ধারণা পেতে বিজ্ঞান কংগ্রেসের ফেইসবুক পেইজের নোটস সেকশন এবং কংগ্রেসের ওয়েবসাইটের প্রস্তুতি অংশটি দেখা যেতে পারে।
- রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ নভেম্বর, ২০১৭।